সিটি মেয়র আজ বুধবার কেসিসি’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে নগরবাসীর সাথে আলাপচারিতায় এ কথা বলেন। তিনি শলুয়া ট্রেন্সিং গ্রাউন্ড, মুজগুন্নী এ্যাসফল্ট প্লান্ট এবং খালিশপুরে নির্মাণাধীন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় কেসিসি’র কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম জহুরুল আলম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম, সহকারী কঞ্জারভেন্সী অফিসার এস কে এম তাছাদুজ্জামান, মোঃ জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
(1)