মহানগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোঃ নয়ন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খুলনা মহানগরীর ইসলামনগর এলাকায় খুবি’র খান বাহাদুর আহসানুল্লাহ হল গেটের বিপরীতে এ ঘটনা ঘটেছে। নিহত মোঃ নয়ন (২৩) নগরীর গল্লামারী ইসলাম নগর এলাকার মোঃ মালেক সরদারের ছেলে।
খুলনা মহানগর হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক এ খবর নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানউল্লাহ হল গেটের বিপরীতে ‘সুজন-ইব্রাহিম’র চায়ের দোকানের সামনে নয়ন এবং রাকিব(২৩) এই দু’গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরধরে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে রাকিব গ্রপের রাজু (২০) ও সুজন (২২) এবং শাকিব (২২) তিনজনে মিলে নয়নকে পেছন থেকে ঝাপটে ধরে। রাকিব ধারালো অস্ত্র দিয়ে নয়নের বুকে আঘাত করে। তাৎক্ষনিক ঘটনাস্থলে ফেলে চলে যায় ওরা।পরবর্তীতে ঘটনাস্থল থেকে নয়নের বন্ধুরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত নয়নের মরদেহ খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অফিসার ইনর্চাজ জানান আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে।
(6)