নির্মাণাধীন দৌলতপুর কলেজিয়েট স্কুল, দেয়ানা সেকমত উল্লাহ সড়ক, তাইজুল মোড়ল সড়ক, দেয়ানা উত্তর পাড়া সরদার রোড, মহেশ্বরপাশা কবরস্থান, মহেশ্বরপাশা কবরখানা মেইন রোড, মহেশ্বরপাশা সাহাপাড়া রোড বইলেন, খালিশপুর পদ্মা রোড ও ক্রিসেন্ট জুট মিলের আভ্যন্তরীণ রোড পরিদর্শনের স্থানসমূহের মধ্যে অন্যতম। এ সময় তিনি সংশ্লিষ্ট এলাকাসমূহের বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ব্যবস্থাপনাসমূহের আধুনিকায়নে এলাকাবাসীর সাথে মতিবিনিময় করেন।
পরিদর্শনকালে কেসিসি’র কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, মোঃ কবির হোসেন কবু মোল্যা, মোঃ সাহিদুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, সমাজসেবক আব্দুল মালেক মোড়ল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(10)