সভাপতির বক্তৃতায় তিনি বলেন নগরবাসীর চিত্তবিনোদনের স্বার্থে জাতিসংঘ শিশু পার্কে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। পার্কে যে সব সংকট রয়েছে তা জরুরী ভিত্তিতে নিরসনের জন্য তিনি কেসিসি’র প্রতি আহবান জানান।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, নগরবাসীকে অধিকতর নাগরিক সুবিধা প্রদানের জন্য কেসিসি কর্তৃপক্ষ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জাতিসংঘ শিশু পার্ক প্রসঙ্গে বলেন, ইতোমধ্যে পার্কে বেশ কিছু উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে কেসিসি’র সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, জাহিদ হোসেন শেখ, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, এস্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার, বিশিষ্ট সমাজকর্মী মোঃ জাকির হোসেন, সাংবাদিক হাসান আহমেদ মোল্লা, পঞ্চবীথি ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
(1)