খুলনা মহানগরীর ময়লাপোতায় অবস্থিত সান্ধ্য বাজার উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে খুলনা সিটি কর্পোরেশন। বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর অর্থায়নে সান্ধ্য বাজার উন্নয়নের লক্ষ্যে ৬ষ্ঠ
বহুতল বিশিষ্ট ভবনের নিচতলায় কাঁচা বাজার এবং অন্যান্য তলায় ব্যাংক বীমা সহ বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দ দেয়া হবে।
সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান সোমবার বিকেলে সান্ধ্য বাজার এলাকা সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে উন্নয়ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। তিনি আরো বলেন, নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। অধিকতর নাগরিক সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে কেসিসি’র প্যানেল মেয়র রুমা খাতুন, কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি, মোঃ শমশের আলী মিন্টু, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, কেসিসি’র এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, বাজার সুপার গাজী সালাউদ্দিন সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(2)