ভারপ্রাপ্ত মেয়র মঙ্গলবার বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে গবেষনা ও উন্নয়ন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিং প্রাইভেট লিমিটেড আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা মহানগরী এলাকায় স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে নেদারল্যান্ডস ভিত্তিক বেসরকারি সংস্থা ‘এসএনভি বাংলাদেশ’ খুলনা সিটি কর্পোরেশনকে সহায়তা প্রদান করছে। এ কাজে ইনোভেশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্টের ওপর কনসুমার রিচার্স স্ট্যাডি পরিচালনা করছে। এ কর্মসূচীর অংশ হিসেবে কমশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অন্যান্যের মধ্যে কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, এসএনভি’র কর্মকর্তা শহীদুল ইসলাম, কামরুল হাসান, ইনোভিশন কনসাল্টিং প্রাইভেট লিঃ এর কনসালট্যান্ট আয়েশা হোসেন, ফজিলাতুন্নেছা, রেমন কেনেডি, খন্দকার সালেহীন প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
(2)