পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: নবাগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মুহাম্মদ আল-আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসারকে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের কার্যক্রমের বিভিন্ন দিক ও সমস্যা অবহিত করা হয়।
এ সময় সংগঠনের মননশীল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন সংগঠনের উপদেষ্টা ও নবাগত ইউএনও মুহাম্মদ আল-আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলি, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সহ-সভাপতি সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, যুগ্ম-সম্পাদক প্রভাষক বজলুর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ।
(0)