পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন পল্লী চিকিৎসকদের সংগঠন আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের উপজেলা সভাপতি অশোক কুমার ঘোষের নেতৃত্বে নেতৃবৃন্দ বুধবার দুপুরে থানা ভবনে নবাগত ওসি রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর সৌজন্য মতবিনিময় করেন। এসময় সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পল্লী চিকিৎসকদের প্রতি আহবান জানান ওসি রফিকুল ইসলাম। একই সাথে তিনি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পল্লী চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম, আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির উপজেলা কমিটির সহ সভাপতি এস রোহতাব উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, আজিজুল হক, রেজাউল করিম, ইয়াছিন আলী, নিজাম উদ্দীন, গোবিন্দ পাল, নিত্যানন্দ মন্ডল, আব্দুস সালাম, আব্দুল হামিদ, রুহুল আমিন, শের আলী, মহিবুল্লাহ ও রাশেদ।
(1)