নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০১৫। এবছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো “শিশু গড়বে সোনার দেশ পায় যদি সে পরিবেশ”। প্রতিপাদ্য এ বিষয়ের উপর প্রদীপন জাগরণ প্রকল্প ও সেভ দা চিলড্রেন যৌথভাবে গত ১১ থেকে ১৭ অক্টোবর সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেন। সপ্তাহ ব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো মানব বন্ধন, র্যালী, শিশু অধিকার বিষয়ক আলোচনা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতা সহ বাংলাদেশ শিশু একাডেমীতে শিশুতোষ নাটক প্রর্দশনের মাধ্যমে সপ্তাহব্যাপী জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫ পালন করা হয়। সপ্তাহ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ২৫ নং ওর্য়াড কমিশনার হাজী মো: দেলোয়ার হোসেন, লালবাগ কেল্লা কাস্টোডিয়ান সুলতানা জাকিয়া বেদৌড়া, লালবাগ নেট্ওয়াক ফোরামের সভাপতি শেখ আনিস হোসেন, বিভিন্ন কমিটির প্রতিনিধি, মহিলা কমিশনারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন পরবর্তী কর্মসূচী হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রদীপন শিখন ও বিনোদন কেন্দ্রের শিশুরা লালবাগ কেল্লার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশগ্রহন করে। বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমীতে প্রদীপনের কর্মজীবী শিশুরা গান, নাচ, কবিতা আবৃতিসহ ”পায় যদি সে পরিবেশ” নামে একটি শিশুতোষ নাটিকা প্রর্দশন করে যাহা উপস্থিত দর্শক ও আয়োজকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি নাসিমা বেগম এনডিসি, সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়, নাটকটি দেখে বলেন ”সত্যি যদি আমরা শিশুদের করি যতœ তাহলে আমরা পাব রতœ”। সপ্তাহ ব্যাপী প্রদীপন শিখন ও বিনোদন কেন্দ্রের শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ২৫ নং ওর্য়াড কমিশনার হাজী মো: দেলোয়ার হোসেন।