ডুমুরিয়া প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভাসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলায় ৭ই মার্চ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন।
এর পর উপজেলা পরিষদের পক্ষ হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর নেতৃত্বে ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা ও গাজী আব্দুল হালিম পুস্প মাল্য অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর নেতৃত্ব প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়া ডুমুরিয়া থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ, বিয়াম ল্যাবরেটী স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে উপজেলা ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ভাষন ও চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টারী প্রদর্শনী, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ।
(2)