বিভিন্ন খবরে জানা যাচ্ছে নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকার একটি বাসা থেকে শনিবার রাতে পাঁচটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ধারণা করছে এদের প্রত্যেককেই গলা কেটে হত্যা করা হয়েছে, তবে কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
নিহতদের মধ্যে পাঁচ ও দশ বছর বয়সী দুজন শিশু রয়েছে।
খবরে জানা যাচ্ছে, শনিবার সারাদিন ওই বাসা থেকে বা টেলিফোনেও পরিবারের সদস্যদের ও সাড়া না পাওয়ায় স্বজনরা পুলিশকে খবর দেন।
রাত আটটার দিকে পুলিশকে খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর ফ্লাটের তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, তারা ধারণা করছেন হত্যাকারীরা পূর্ব পরিচিত। কারণ তাদের আসা যাওয়ার বিষয়টি প্রতিবেশীদের কেউ টের পায়নি।
নিহতদের মাথায় আঘাতের চিহ্ন এবং ধারালো অস্ত্র দিয়ে জবাই করার আলামত পাওয়া গেছে বলে তিনি জানান।
(0)