তিনি মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নগরীর নূরনগর প্রাইমারী স্কুল মাঠে নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি-খুলনা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সমিতির বিভাগীয় সমন্বয়কারী এ্যাড. অলোকানন্দা দাস-এর সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ্যাড. হামিদা লায়লা খান, এ্যাড. কামরুজ্জাহান বেবী, এ্যাড. সুতপা রায়, এ্যাড. পপি ব্যানার্জী প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
বিকাল সাড়ে ৪টায় ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাস কেসিসি পরিচালিত খালিশপুর নিউ মার্কেট পরিদর্শন করেন। তিনি নতুন পরিকল্পনায় মার্কেটটি পুন:নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কেসিসি’র কাউন্সিলর মোঃ ইউনুস আলী সরদার, মোঃ মনিরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম সহ বাজার কমিটির কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ নগরীর গগন বাবু রোড, সোনাডাঙ্গা থানা রোড, রায়েরমহল হাজী ফয়েজ উদ্দিন সড়কের পুন:নির্মাণ কাজ সহ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ও ড্রেনেজ ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। তিনি নগরীর উন্নয়ন কাজ সহ কেসিসি’র সকল কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ এবং মশক নিধন কার্যক্রম ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন কাজে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন। এছাড়া নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথভাবে তদারকি করার নির্দেশনা প্রদান করেন। এ সময় কেসিসি’র কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন বনি, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(2)