রূপসা প্রতিনিধিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় তারা এখন সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সব পেশায় সর্বক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছে। এখন আর নারীদের কোঠায় চাকরি পেতে হয়না। তারা তাদের মেধায় চাকরি পাচ্ছে।
তিনি বলেন, নারীরা এখন সচিব হচ্ছে, ডিসি হচ্ছে, বিভাগীয় কমিশনার হচ্ছে, পাইলট হচ্ছে, এমনকি বিচারপতি হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন তা বাস্তবায়ন করতে হলে দেশের ৫১ শতাংশ নারীকে ঘরে বসিয়ে রাখা যাবেনা। তাহলে দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব না। যে কারণে প্রধানমন্ত্রী নারীদের স্বাবলম্বি করতে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন। কেননা পুরুষের পাশাপাশি নারীরা স্বাবলম্বী হলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর হবে। উন্নয়ন রাষ্ট্রের হাতিয়ার হয়ে কাজ করবে।
২৬ অক্টোবর বেলা ১১টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে নারী ফোরাম আয়োজিত উপজেলার ৪০ জন অসহায় হত-দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে ড্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনভয় গ্রæপের চেয়ারম্যান এমপি পতœী সারমিন সালাম।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়াম্যান মোঃ আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। বক্তৃতা করেন রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালাম, সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকির, আরিফুর রহমান মোল্যা, মোর্শেদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম, এবিএম কামরুজ্জামান, এসএম হাবিব, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর শেখ, ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামী লীগ নেতা আকতার ফারুক, আঃ গফুর গফুর খান, গাজী মোঃ আলী জিন্নাহ, শ,ম জাহাঙ্গীর, প্রভাষক ওয়াহিদুজ্জামান, নাসির হোসেন সজল, প্রদীপ কুমার মজুমদার,পিআইও আনিসুর রহমান, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, সমাজসেবা জেসিয়া জামান, বিনয় কৃষ্ণ হালদার, রিনা পারভিন, আজিজা সুলতানা, সাবিনা ইয়াসমিন, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, আসাদ শেখ, মাধূরী আব্দুল সাত্তার শেখ, আব্দুল মান্নান শেখ, হারুন মোল্লা, রুহুল আমিন রবি, ফরিদ শেখ, মোঃ বেনজীর হোসেন, কামরুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, ব্রজেন দাস, বাদশা মিয়া, সুব্রত বাকচী, সরদার জসীম. নোমান উসমানী রীচি, শামসুল আলম বাবু, শফিকুর রহমান ইমন, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, তারেক আজিজ, শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন, আব্দুর করিম, মুসা লস্কর, আজমল ফকির, আশিক ইকবাল, নুর ইসলাম সরদার, আঃ জব্বার, রবিউল ইসলাম, মামুন নীরব, শিরিন সুলতানা স্বপ্না রানী পাল হোসনে আরা পারভিন হেনা চয়নিকা খান, লিপিকা, হিমেল, কাজল, অঞ্জন প্রমুখ।
পরে তিনি প্রধান অতিথি হিসেবে রূপসা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত দুগ্ধ খামারীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ এবং রূপসা উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের ১ম পর্যায়ে টি/আর কাবিখা ও কাবিটা বরাদ্দ (নগদ অর্থ ও খাদ্য শস্য) বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পিআইসি ফরম বিতরণ করেন।
(1)