নারীর ক্ষমতায়নে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন বিশ্বব্যাংক প্রধান জিম ইয়ং কিম।
আলোচনা কয়েকদিন ধরে চললেও, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের, বার্ষিক এ সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, শুক্রবার। পেরুর রাজধানী লিমায়, উদ্বোধনী অনুষ্ঠানের আলোচ্য বিষয়বস্তু ছিলো, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাসহ বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি।
উন্নয়নশীল দেশের সামগ্রিক সমৃদ্ধির কথা বলতে গিয়ে, নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তার যুক্তি, নারীরা উপার্জন করলে, সেটা তাদের পরিবারে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যয় হয়। আর নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট।
দুর্নীতি নির্মূলসহ, অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়, এমন সব নীতিমালার সংস্কারে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের আহবান জানান কিম। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায়, প্রতি বছর ২ হাজার ৯শ’ কোটি ডলার পর্যন্ত সহায়তা বাড়ানোর ঘোষণা দেন, তিনি।
চীনা অর্থনীতির শ্লথগতি, বৈশ্বিক প্রবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর বিষয়টি উঠে আসে, আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দের বক্তব্যে। তিনি আশা করেন, অনিশ্চয়তা কাটিয়ে শিগগিরই ইতিবাচক ধারায় ফিরবে বিশ্ব অর্থনীতি। যদিও, কাজটি মোটেও সহজ হবে না।
৯ অক্টোবর থেকে শুরু হওয়া, আইএমএফ ও বিশ্ব ব্যাংকের বার্ষিক এ সম্মেলন চলবে, ১১ অক্টোবর পর্যন্ত।
(0)