সিটি মেয়র আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নগরীর সিএসএস আভা সেন্টারে ‘নারীর প্রতি সহিংসতা রোধে প্রতিকার ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় খুলনা জেলার নারী নেতৃবৃন্দ এ সভার আয়োজন করেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা জেলা শাখার সভাপতি এ্যাড. তসলিমা খাতুন ছন্দা। সভায় কী-নোট পেপার পাঠ করেন খুলনা জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাড. অলোকা নন্দা দাস। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ্যাড. গাজী আব্দুল বারী, এ্যাড. আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা এমডিএ বাবুল রানা, শ্যামল সিংহ রায়, ফকির সাইফুল ইসলাম, দাকোপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শুভদা সরকার শুভ, এ্যাড, কুদরত-ই-খুদা, এ্যাড. নুরুল হাসান রুবা, সাংবাদিক মাহবুবুল আলম সোহাগ, মহেন্দ্র নাথ সেন, নারী নেত্রী জাকিয়া আকতার হোসেন, রাশিদা করিম, সাবেক কাউন্সিলর আমেনা হালিম বেবী, বিএনপি নেতা মোঃ আব্দুর রশিদ, খায়রুল ইসলাম প্রমুখ।
(0)