ভারপ্রাপ্ত মেয়র রবিবার সকাল ১০টায় নগর ভবনের সম্মেলন কক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলাকায় প্রাপ্ত সমস্যাগুলো উপস্থাপন ও সমস্যা সামধানকল্পে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউকে এইড এর অর্থায়নে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার এ সভার আয়োজন করে।
তিনি খুলনা মহানগরী এলাকায় নারীর প্রতি সহিংসতা রোধকল্পে প্রতিটি ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলরদের নেতৃত্বে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কেসিসি’র প্যানেল মেয়র রুমা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর মোঃ মাহবুব কায়সার। অন্যান্যের মধ্যে কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, আনজিরা খাতুন, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, মাহমুদা বেগম, নাদিরা হোসেন তুলি, রোকেয়া ফারুক, খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খন্দকার ফরিদুল হক, পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের কো-অর্ডিনেটর কাজী রাবেয়া এমি, ক্যাম্পেইন অফিসার রেহেনা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার প্রোগ্রাম অফিসার হাসনা হেনা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা শামীমা আক্তার, জেজেএস-এর প্রজেক্ট অফিসার শাহিনা আক্তার প্রমুখ বক্তৃতা করেন।
(3)