খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি অগ্রসর হতে পারে না। তিনি
ভারপ্রাপ্ত মেয়র আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নগরীর ১২নং ওয়ার্ড অফিস চত্বরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে টেস্ট পেপার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ওসাম ফাউন্ডেশন-খুলনার সহযোগিতায় ১২নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে এ টেস্ট পেপার বিতরণ করা হয়।
কেসিসি’র স্থানীয় কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মুক্তিসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু, ব্রাক মানসী’র আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার শফিকুল ইসলাম, হাউজিং বাজার দোকান মালিক সমিতির সভাপতি খোদা বকস্্ কোরাইশী ও সমাজসেবক কামাল আহমেদ। স্বাগত বক্তৃতা করেন ওসাম ফাউন্ডেশনের পরিচালক বেগম পরিবানু। পরে ভারপ্রাপ্ত মেয়র মেধাবী শিক্ষার্থীদের মাঝে টেস্ট পেপার বিতরণ করেন।
(3)