শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সকাল দশটা থেকে দর্শনার্থী প্রবেশ বন্ধ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ। সতর্ক করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যদেরও।
(0)