ম্যাচের প্রথমার্ধে অবশ্য কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিট পর্যন্তও গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের ৬৯ মিনিটে লিভারপুল তারকা মার্টিন স্কার্টেলের আত্মঘাতি গোলে এগিয়ে যায় নিউক্যাসেল (১-০)। এরপর ম্যাচের ইনজুরি টাইমে জিওরজিনিও উইজনামধাম গোল পেলে ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় নিউক্যাসেল ইউনাইটেডের।
এ হারের ফলে ১৫ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে জয় পেলেও এখনো রেলিগেশন জোনে অবস্থান করছে নিউক্যাসেল।
(0)