মানবতাবিরোধী অপরাধ মামলায় এবার অপেক্ষা জামায়াত আমীর মতিউর রহমান নিজামীর চুড়ান্ত রায়ের। রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ আগামী ৬ জানুয়ারী রায়ের দিন ধার্য করেন।
মতিউর রহমান নিজামী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যিনি আল বদর বাহিনী গঠনে অন্যতম উদ্যেক্তা ছিলেন। বলা হয়ে থাকে গোলাম আযমের পর এদেশে যুদ্ধপরাধে সবচেয়ে সক্রিয় ছিলেন নিজামী। শুধুয় বুদ্ধীজীবী হত্যা নয় নিজ জেলা পাবনায় ও চালিয়েছেন ভয়াবহ নৃশংসতা। আর এসব অভিযোগে গত বছর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ফাঁসির সেই রায় থেকে খালাস চেয়ে দেশের সর্বোচ্চ আদালত আপিল করেন নিজামী। কিন্তু আপিলে ফাঁসির দণ্ড থেকে বাচতে প্রথমবারের মত স্বীকার করেন নেন ৭১ সালের যুদ্ধাপরাধে ঘটনায় জামায়াত ও ছাত্রসংঘ যুক্ত ছিলো। স্বীকার করে নেন আল বদর ছিলো কিন্তু এসব ঘটনার কোনটিতেই তার সরাসির অংশগ্রহন প্রমাণিত নয়। এই যুক্তির বিপক্ষে রাষ্ট্রপক্ষে হিটলারও গণহত্যয় সরাসরি অংশ নেয় নি।
মঙ্গলবার পাল্টা যুক্তিতেও আদালতে বার বার নিজামীর আইনজীবীরা বলেন একই কথা । তবে এর উত্তরে রাষ্ট্রপক্ষের দাবী নিজামীর যদি ফাঁসি বহাল না থাকে তাহলে ন্যায় বিচার পাবে না জাতি।
তবে বরাবরের মত আসামীপক্ষের আইনজীবীর দাবি ন্যায় বিচার হলে খালাস পাবেন নিজামী।
(1)