পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও জনপ্রতিনিধির মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করেছেন গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।
প্রাপ্ত সূত্রে জানাযায়, উপজেলার পুরস্কার প্রাপ্ত পোনা ব্যবসায়ী ও উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন গদাইপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খোরশেদ শেখের নিকট পোনার টাকা পাওনা ছিল। গত ১১ অক্টোবর দুপুর আড়াইটার দিকে খোরশেদ শেখ রয়্যাল ফিস ট্রেডিং এর সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে পাওনা টাকা চাওয়া হয়। এ নিয়ে কাথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে বিষয়টি থানা পর্যন্ত গড়াই। দু’পক্ষই দু’পক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হওয়ায় পরিস্থিতি অনেকটা অস্বাভাবিক হয়ে ওঠে।
সবশেষে গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলামের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের মধ্যস্থতায় ১৩ অক্টোবর শালিসী বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে আলোচনা সাপেক্ষে পাওনা টাকা পরিশোধ করা হবে। থানায় দায়ের কৃত অভিযোগ প্রত্যাহার এবং কোন পক্ষ কোন পক্ষের বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ করতে পারবে না মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহিত হয়।
(13)