সাতক্ষীরা প্রতিনিধি: নেত্রকোনার স্কুল ছাত্রী মুক্তি বর্মনকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) নেত্রকোনা বারহাট্টা উপজেলায় এসএসসি পরিক্ষার্থী মুক্তা রানী বর্মনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেনবাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী জ্যোৎস্না দত্ত। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিডো সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, নারী নেত্রী মরিয়ম মান্নানসহ প্রমুখ। সমাবেশে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, গত মঙ্গলবার (২ মে) নেত্রকোনা জেলার বারহাট্টার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের মুক্তি বর্মনকে (১৬) স্কুল থেকে ফেরার সময় পথরোধ করে সহপাঠীদের সামনে প্রকাশ্যে একই গ্রামের সামছু মিয়ার ছেলে কাউছার মিয়া (১৯) নামের এক বখাটে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ওই স্কুলছাত্রী প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে এবং প্রেমনগর-ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একের পর এক হামলা চালানো হচ্ছে। সাতক্ষীরায়ও সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি হামলার শিকার নরেন্দ্র মুন্ডা নামক একজন নিহত হয়েছেন। সাতক্ষীরার শ্যামনগরে যুধিষ্ঠির নামক একজনের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। এসব ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উদ্বিগ্ন। বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিকের নিরাপত্তা দাবি করেন।
(2)