৫৪ বছর বয়স্ক বিদ্যা দেবী ভাণ্ডারি নেপালের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক মদন ভাণ্ডারির স্ত্রী। নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠায় জোর ভূমিকা পালনকারী হিসেবে পরিচিত মদন ভাণ্ডারি ১৯৯৩ সালে মারা যান।
সংবাদমাধ্যম নিউ নেশন জানিয়েছে, আজ নেপালের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে বিদ্যা দেবী ভাণ্ডারি পেয়েছেন ৩২৭ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী ‘নেপালি কংগ্রেস’-এর নেতা কুল বাহারদুর গুরাঙ্গ পেয়েছেন ২১৪ ভোট।
বিদ্যা দেবী ভাণ্ডারি হলেন নেপালের দ্বিতীয় প্রেসিডেন্ট। ২০০৮ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর নেপালের প্রথম প্রেসিডেন্ট হন রাম বারান যাদব। তাঁরই স্থলাভিষিক্ত হবেন বিদ্যা।
(4)