নেপালের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার অভিযোগ আবারো প্রত্যাখ্যান করেছে ভারত। কাঠমান্ডুর অভ্যন্তরীণ সমস্যার কারণেই নেপাল সীমান্তে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ।
এ পরিস্থিতির জন্য ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন মদদ নেই বরং নেপালি জনগণের সঙ্গে কথা বলে কাঠমান্ডু সরকারকে সংকট নিরসনের পরামর্শ নয়াদিল্লীর পক্ষ থেকে দেয়া হয়েছে বলেও জানান স্বরূপ।
এদিকে নেপালের নতুন সংবিধানে অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে গত মাস থেকে সেদেশের সীমান্ত জেলাগুলোতে বিক্ষোভ করে আসছে ভারতীয় বংশোদ্ভূত মাধেসি সম্প্রদায়।
(0)