খুলনা শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরের দিকে তিনি জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর আগে রবিবার সকালে মংলার নেভাল বার্থে নবনির্মিত এলসিটি- ১০৩ ও এলসিটি-১০৫ নৌবাহিনীতে সংযুক্তিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে বানৌজা কে জে আলী, বানৌজা সন্দ্বীপ ও বানৌজা হাতিয়ার কমিশনিং করা হয়।
পরে সেখান থেকে বানৌজা তিতুমীরে যান শেখ হাসিনা। দুপুর ২টার দিকে বানৌজা তিতুমীর থেকে খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ নির্মাণ কাজ উদ্বোধনের অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।
জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করে শেখ হাসিনা নৌবাহিনীকে বিশ্বমানের ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে তার সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন।