নয়া অ্যালবাম নিয়ে ভারতে আসছেন রবিশঙ্কর-কন্যা অনুষ্কা

ageছোট ছেলে মোহন যখন গর্ভে, তখনই মাথায় এসেছিল বাবাকে শ্রদ্ধা জানানোর কথা। রবিশঙ্করের অন্তঃসত্ত্বা কন্যা অনুষ্কা সে সময়টা বুঁদ হয়ে গিয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে। এই পর্বে যে রাগগুলি বাজিয়েছেন সেতারে, তা নিয়েই সম্প্রতি প্রকাশিত হয়েছে অনুষ্কাশঙ্করের নতুন অ্যালবাম ‘হোম’। তার প্রচারে ডিসেম্বরে ভারতে আসছেন অনুষ্কা নিজেই। সঙ্গী স্বামী ও দুই সন্তান।

বছর দু’য়েক কোনও খোঁজখবরই ছিল না অনুষ্কার। বাবার প্রয়াণের পর থেকে ভারতে প্রায় শোনাই যাচ্ছিল না অনুষ্কার নাম। অনেক দিন পর পিতৃপুরুষের দেশে পা রাখছেন। আর আগমনেই এ দেশের শ্রোতাদের নিজের সঙ্গীতের জাদুতে ফের মাতাতে হাজির তাঁর নয়া অ্যালবাম।

১২ ডিসেম্বর মুম্বই এবং ১৩ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠান করবেন অনুষ্কা। ১৫-তে শো জয়পুর এবং ১৮-এ বেঙ্গালুরুতে। অনুষ্কা বলেন, ‘‘এই অ্যালবাম আমার জন্য নানা কারণে খুবই স্পেশাল। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে এই অ্যালবাম। এটা আমাকে আমার শিকড়ে ফিরিয়ে নিয়ে গিয়েছে। আর এই অ্যালবাম তৈরির কাজে যখন ব্যস্ত ছিলাম, তখন গর্ভে আমার ছোট ছেলে মোহন।’’ ভারত সফরে অনুষ্কার সঙ্গে থাকছে মোহনও। এটাই মোহনের প্রথম ভারতে সফর হতে চলেছে। অনুষ্কা জানিয়েছেন, এই অ্যালবামটা তৈরির সময় প্রয়াত বাবার সঙ্গে খুব একাত্মবোধ করেছেন তিনি।

রবিশঙ্করের মৃত্যুর পর অনুষ্কা এই প্রথম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অ্যালবাম করলেন। বাবা তথা গুরুর অনুপস্থিতিতে শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্কার কাজ কেমন হল, তা জানতে উৎসুক সঙ্গীতপ্রেমীরা। দেশের চার শহরেই অনুষ্কার অনুষ্ঠান জমজমাট হবে বলে আশা আয়োজকদের।

(0)

Print Friendly, PDF & Email

সাম্প্রতিক খবর

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.