বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের গতবছরের প্রবৃদ্ধির হার ৬.৯ পার্সেন্ট।
এর আগের বছর এই হার ছিল ৭.৩ শতাংশ। চতুর্থ কোয়ার্টার শেষে তা ৬.৮ পয়েন্টে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
যদিও এই হার আগে থেকেই ধারণা করা হচ্ছিল বলে, এশিয়ার পুঁজি বাজারে তা খুব একটা প্রভাব ফেলেনি।
তবে অর্থনীতির এই ধীরগতি দেশের অর্থনীতির উন্নয়নে আরো সহায়তামূলক কর্মসূচী নেয়ার জন্য বেইজিং এর উপর চাপ তৈরি করছে।
চীনের অর্থনীতির ওঠা নামা সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলে।
তবে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলছেন, অর্থনীতির এই হার গ্রহণ করা যেতে পারে, যতক্ষণ দেশে নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে।
তবে অনেকের ধারণা, সরকারি তথ্যের তুলনায় চীনের সত্যিকারের প্রবৃদ্ধি আরো কম।
যদিও তথ্যে কোন কারচুপি করার কথা নাকচ করে দিয়েছে চীনের কর্তৃপক্ষ।
(1)