ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন‘‘ দেশের উন্নয়ন অগ্রযাত্রার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ব্যাপী উন্œয়ন পরিকল্পনার অংশ হিসাবে দেশের সব থেকে বড় প্রকল্প পদ্মাসেতু র্নিমার্ণ। পদ্মাসেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যার সুফল এ অঞ্চলের মানুষ ইতিমধ্যে পেতে শুরু করেছে। পদ্মাসেতু চালুর আগেই দক্ষিণাঞ্চলের তৃর্ণমুলে উন্নয়নের ছোয়া বইতে শুরু করেছে।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, খুলনা-যশোর মহাসড়ক চার লেন করণ, খুলনা মংলা রেল লাইন, ভৈরব নদীর উপর রেলিগেট সেতু নির্মাণ, খুলনায় কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন, বিমান বন্দর নির্মাণ, পারমানবিক বিদ্যাুৎ কেন্দ্র নির্মাণ, যোগীপোল ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট সংস্কার ও নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পথে। এ সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। এ জন্য জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নিজের মেধাকে কাজে লাগাতে হবে’’।
তিনি শুক্রবার বিকাল ৫টায় জাব্দীপুর স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে জাব্দীপুর স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার আনুষ্ঠানিক কার্যক্রম, জাব্দীপুর কেন্দ্রীয় ঈদগাহময়দানের সংস্করন কাজ এবং যোগিপোল ইউনিয়নের রাস্তা সংষ্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জাব্দিপুর ঈদগাহ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ জামাল উদ্দিন সাবুর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মিজানুর রহমান রুপম ও মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মোঃ শাহবুদ্দিন আহমেদ, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ্ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, দিঘলিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, আঃ রউফ খান খোকন, আঃ জলিল হাওলাদার, মাষ্টার শাহজাহান হাওলাদার, দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহফুজা সাহাবুদ্দিন, যোগীপোল ইউনিয়ন ্আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি। বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা স.ম বাবর আলী, আলেক শেখ, নুর মোহাম্মাদ বিশ^াস, তরিকুজ্জামান মনির, মুফতি মাওঃ মানছুরুল, হোসেন আলী হাওরাদার, শেখ হায়দার আলী, মোড়ল মুজিবর রহমান, বায়েজিদ সরদার, মাসুম খন্দকার, খায়রুল ইসলাম, আবু হেনা বাবলু, শেখ তরিকুল ইসলাম, মেম্বর শেখ আমজাদ হোসেন, হাফিজা বেগম, নুরুল ইসলাম, সাবেক মেম্বর কামরুল ইসলাম, আলমগীর হোসেন, কামরুল ইসলাম. জাব্দীপুর স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থার সভাপতি রবিউল ইসলাম। অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জাব্দীপুর স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়।
(25)