বুধবার সকালে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে মাওয়ায় মঞ্চ এলাকা পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সে
এক সময় যা ছিল স্বপ্ন। আগামী ১২ তারিখ এ সেতুর কাজের উদ্বোধনের মাধ্যমে স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।’ মন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন পদ্মা সেতু প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন এ সেতু নির্মাণ বর্তমান সরকারের কঠিন চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়।
এটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। অবশেষে সব বাধা উপেক্ষা করে আগামী শনিবার প্রধানমন্ত্রী এ সেতুর মূল কাজের উদ্ধোধন করতে যাচ্ছেন।’
এর আগে মন্ত্রী শ্রীনগর উপজেলার দেগাছি পদ্মা সেতু সার্ভিস এলাকার সভা কক্ষে উচ্চ পর্যায়ের উঠক করেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, এসএসএফ, র্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(1)