পবিত্র আশুরা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ হতে বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন ইমামবাড়ার অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়। কেসিসি’র কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার খালিশপুরস্থ বাজমে হুসাইনি মুহররম কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন। ২৩টি ইমামবাড়ার অনুকূলে সর্বমোট ৬৮ হাজার টাকা অনুদান দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, বাজমে হুসাইনি মুহররম কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি মোঃ কাওছার আলী, সাধারণ সম্পাদক মোঃ কুরবান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ আমিন, হাউজিং বাজার দোকান মালিক সমিতির সভাপতি খোদা বকস কোরাইশি প্রমুখ উপস্থিত ছিলেন।