কিন্তু এ দেশের বাস্তবতা ভিন্ন। স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছেনা। তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে নগরবাসীর চাহিদার আলোকে আশানুরূপ নাগরিক সেবা প্রদানে সম্ভব হতো।
ভারপ্রাপ্ত মেয়র রবিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘নগর রাজস্ব বৃদ্ধিতে কর নির্ধারণ ও সংগ্রহে নাগরিক অংশগ্রহণ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তর, মানুষের জন্য ও নাগরিক ফোরাম-এর সহযোগিতায় কেসিসি এ সেমিনারের আয়োজন করে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ।
পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিষয় ভিত্তিক মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান। অন্যান্যের মধ্যে নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপার্সন শেখ আব্দুল কাইয়ুম, মহাসচিব মিনা আজিজুর রহমান, রূপান্তর-এর পরিচালক রফিকুল ইসলাম খোকন, কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা, রহিমা আক্তার হেনা প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন রূপান্তর-এর কর্মকর্তা শাহাদাত হোসেন বাচ্চু।
তিনি কেসিসি’কে আরো জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রদানের জন্য নাগরিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সেমিনারে নাগরিক নেতৃবৃন্দ, নাগরিক ফোরামের সদস্য ও কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিকাল ৫টায় ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ নগরীর খালিশপুর হাউজিং এলাকায় খুলনা প্রতিবন্ধী সংস্থার কার্যালয়ে সংস্থার সদস্য ও অন্ধ হাফিজিয়া মাদরাসার দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন।
প্রাইম ব্যাংক লিঃ-খুলনা শাখার উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় কেসিসি’র কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন, ব্যাংকের কর্মকর্তা মোঃ আব্দুর রাফি, শেখ মোঃ সালাউদ্দিন, প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক কাজী আজগর আলী, কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
(3)