খুলনায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ, বাংলাদেশ, রেজিঃ নং ২২১৫ এর বিভাগীয় সম্মেলনে খুরনা জেলা সহ বিভাগের ১০ জেলার কমিটি ঘোষনা করা হয়েছে। খুলনা জেলায় এস এম সাঈদুজ্জামানকে সভাপতি ও শেখ সিমান্ত শারমিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ এর খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম সাঈদুজ্জামান এর সঞ্চালনায় ও খুলনা শাখার সভাপতি গৌতম কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মোঃ এনামুল হক। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রোবেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আলী, সদস্য হাবিবুর রহমানসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকে আগত নেতৃবৃন্দ।
এই সময় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সিবিএ নির্বাচন দিতে হবে অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও তারা দাবি করেন বর্তমানে তারা ১৪ গ্রেডে বেতন পাচ্ছেন। তারা ১৪ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নতির জন্য বিভিন্ন সময় দাবী তোলা হলেও তাদের ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাষ দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না।
এছাড়াও শ্রম অধিদপ্তরের রেষ্ট্রিস্ট্রেশন পাওয়ার পরও উর্দ্ধতন কর্তৃপক্ষ সিবিএন নির্বাচন এর তারিখ ঘোষনা না করে মাঠ সহকারিদের দাবি দাওয়া দমিয়ে রাখার চেষ্টা করছে। এ জন্য তারা ১০ গ্রেডে উন্নতি করন ও সিবিএ নির্বাচনের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছেন।
(0)