সোমবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ঈদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানানো হয়।
আইজিপি বলেন, পুলিশের সব রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশের কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুবাহী ট্রাকে কোনো ধরনের কোনো মহলের চাঁদাবাজি সহ্য করা হবে না বলেও সতর্ক করেন।
একেএম শহীদুল হক বলেন, পশুর হাটগুলোতে জাল টাকা ও অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে পুলিশ তৎপর থাকবে। যানবাহন চলাচল যাতে ব্যাহত না হয়, এমন জায়গায় পশুর হাট বসাতে ইতিমধ্যেই ঢাকার দুই মেয়র রাজি হয়েছেন।
আইজিপি বলেন, গত ঈদে পুলিশ অনেক চেষ্টা করেও উত্তরবঙ্গ মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত যানজট নিয়ন্ত্রণ করতে পারেনি। পুলিশ অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত লোকজনকে স্বস্তি দিতে পারেনি। তা পুলিশের সাধ্যের বাইরে ছিল।
সংবাদ সম্মেলনে একেএম শহীদুল হক বলেন, দেশব্যাপী নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৭৫১টি মোটরসাইকেল আটক করে পুলিশ। এর মধ্যে বিআরটিএতে নিবন্ধনের জন্য টাকা জমা দিয়ে ১১ হাজার মালিক মোটরসাইকেল নিয়ে গেছেন।
(0)