যথাযোগ্য মর্যাদায় ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ইদগা ময়দানে । রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রী পরিষদের সদস্যসহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ এখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মিনায় পদদলিত হয়ে নিহতদের প্রতি শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এসময় তৈরি হয় শোকের আবহ।
জামাতে ইমামতি করেন বায়তুল মোকারম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।
নামাজ শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রী পরিষদের সদ্স্য, সংসদ সদস্য ও সমাজের সব শ্রেণী পেশার মানুষ মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মিনায় পদদলিত হয়ে নিহতদের প্রতি শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন সবশ্রেণী পেশার মানুষ।
নামাজ পড়তে আসতে পারায় খুশি শিশুরাও।
পুরুষদের পাশাপাশি নির্ধারিত জায়গায় নারীরাও জামাতে অংশ নেন।
বনের পশু নয়, মনের পশু কোরবানি করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার কথা জানিয়েছেন মুসল্লিরা।
এদিকে সকাল সাতটা থেকে ১১ টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকারমে অনুষ্ঠিত হয়েছে পাঁচটি জামাত। ঈদগাহ ময়দান ঘিরে নিরাপত্তাও ছিলো চোখে পড়ার মতো।
(2)