পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঈদের পরের দিন ২৩ এপ্রিল বিকালে উপজেলার মৌখালী গ্রামের আব্দুল ওহাব সানার ছেলে ক্ষুদ্র তরকারী ব্যবসায়ী মঈন উদ্দীন সানার বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তার ৩টি বসত ঘর ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসনের লক্ষে উপজেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের নিকট ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইঞ্জিঃ মারুফ বিল্লাহ ও সিএ কৃষ্ণপদ মন্ডল।
(43)