পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা পরিষদের ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপস হল এর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
বৃহস্পতিবার সকালে দ্বিতল বিশিষ্ট ভবনের প্রথম ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এ সময় উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা পরিষদ অভ্যন্তরে পূর্বের শহীদ এমএ গফুর মিলনায়তন (বাঁশরী সিনেমা হল) এর স্থলে আধুনিকমানের ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপস হল নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৯২ লক্ষ ২০ হাজার ৩৮৩ টাকা।
নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
(1)