পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান।
প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, তথ্য সেবা সহকারী কর্মকর্তা জাহানারা খাতুন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ব্র্যাকের ম্যানেজার শিকদার মোঃ আলাল, প্রোগ্রাম অর্গানাইজার হযরত আলী, আছাদুল ইসলাম, কিশোর-কিশোরী ক্লাবের তাহেরা খাতুন ও শ্রাবন্তী।
(2)