পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস ও বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলার গড়ইখালীর বাসাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)র উদ্যোগে জেন্ডার রেসপন্সিভ কোস্টাল এডাপটেশন (জিসিএ) প্রকল্পের আওতায় আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনডিপি’র খুলনা জেলা সমন্বয়কারী লুৎফা পারভীন, এ্যাকোয়া কালচারিস্ট শামীম আহমেদ, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মর্তুজা আলী, প্রধান শিক্ষক অধিরাম বাছাড়, উপকারভোগী সুমন ও আসমা খাতুন। অনুষ্ঠানে প্রকল্পের আওতাধীন দুই শতাধিক উপকারভোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক নারী দিবস ও বিশ্ব পানি দিবসের প্রেক্ষাপট, বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
(1)