পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় কারিগরী ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষে ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, পাইকগাছা উপজেলা এ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল।
বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষক আমেনা খাতুন, রিতা রায়, কবরী সরকার, মাকসুদা খানম, কোহিনুর খানম, রাফেজা খাতুন, বিলকিস পারভীন, ফারজিনা, মাসুমা, তাহেরা খাতুন, জেসমিন আক্তার, মিঠু রানী, উৎপলা মন্ডল ও বিউটি রানী মন্ডল।
(2)