পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সম্পর্কে ফেসবুকের পোস্টে আপত্তিকর মন্তব্য করায় কলেজ শিক্ষককে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবী করে স্থানীয় আইনজীবীর মাধ্যমে এ লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।
প্রাপ্ত সূত্রে জানাগেছে, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল তার নিজের ফেসবুক আইডি’তে গত ২ সেপ্টেম্বর পৌরসভার সরল বাজারস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী গাজী কর্তৃক থানায় দায়ের করা অভিযোগ সংক্রান্ত একটি পোস্ট করে।
উক্ত পোস্টে কমেন্টস বক্সে ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুধাংশু কুমার মন্ডল, পৌরসভার প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত কাউন্সিলর কবিতা দাশকে উদ্দেশ্যে করে আপত্তিকর মন্তব্য করেন।
এ ধরণের মন্তব্য করে সংশ্লিষ্ট কাউন্সিলরকে সামাজিক, শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করা হয়েছে উল্লেখ করে এ ঘটনায় কাউন্সিলর কবিতা দাশ ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবী করে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে পরিশোধ করার তাগিদ দিয়ে সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী এ্যাডঃ এফএমএ রাজ্জাক এর মাধ্যমে কলেজ শিক্ষক সুধাংশু কুমার মন্ডলকে ৪ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।
(1)