পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে গিয়েছে শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়। সম্পূর্ণ ঘরটি ভেঙ্গে ও টিন দুমড়ে মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ও মেয়র সেলিম জাহাঙ্গীর।
উল্লেখ্য পাইকগাছা পৌরসভার সরল বাজারের জেলা পরিষদের পুকুর পাড়ে ২০১৫ সালে শিশু শেখ শেখ রাসেল এর নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এলাকাবাসী। প্রতিষ্ঠানটির নাম করণ করা হয় শেখ রাসেল স্মৃতি সংসদ। প্রতিষ্ঠানটির শুরু থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন সহ নানা কর্মসূচী পালন করা হয়। গত শুক্রবার সন্ধ্যার কালবৈশাখী ঝড়ে লন্ড-ভন্ড হয়ে যায় শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়টি। রোববার থেকে ক্ষতিগ্রস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়টি নতুন করে মেরামত ও সংস্কার কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র সেলিম জাহাঙ্গীর।
(0)