পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।
আয়োজিত প্রতিযোগিতার দুটি বিভাগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সার্বিক তদারকিতে প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্দি দাশ, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।
(1)