পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ ২৫ মার্চ কালো রাতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পাইকগাছায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কপিলমুনি বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও পাইকগাছা থানার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, রবীন্দ্রনাথ দে, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রণজিৎ কুমার সরকার, জামাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি ও মাজহারুল ইসলাম মিথুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।
(6)