পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার মাদরাসা ও এতিমখানার শিশুদের মাঝে বিভিন্ন ধরণের পুষ্টি সমৃদ্ধ ফল বিতরণ করা হয়েছে।
৭-১৩ জুন জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে বুধবার দুপুরে পৌরসভার বাসষ্ট্যান্ড কওমী মাদরাসা, মাহাতাব উদ্দীন হাফিজিয়া ফুরকানিয়া এতিমখানা ও মাদরাসা এবং শিববাটী মাদরাসার এতিম শিশুদের মাঝে আম, জাম, লিচু, জামরুল সহ বিভিন্ন ধরণের পুষ্টি সমৃদ্ধ মৌসুমী ফল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুজন কুমার সরকার।
উপস্থিত ছিলেন, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন।
(2)