পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর্জা মিজানুর আলম, শেখ ফারুক হোসেন, আলমগীর হোসেন, দেবাশীষ দাশ, আছাদুজ্জামান, ঝংকার ঢালী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ, সাধারণ সম্পাদক নূরুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি বিএম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক এসকে আসাদুল্লাহ মিঠু, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, মিলিজিয়াসমিন, আশুতোষ কুমার মন্ডল ও শিক্ষক শামছুন্নাহার রুমা।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
(0)