পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ প্রতিপাদ্যের আলোকে পাইকগাছায় জাতীয় লিগ্যাল এইড দিবস ২৮শে এপ্রিল ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার ব্র্যাক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচির আওতাধীন ব্র্যাক টু বেসিক প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার (প্রগতি) আব্দুল ওয়াহেদ, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) সুব্রত হালদার, ব্রাঞ্চ ম্যানেজার (বিসিইউপি) তুলশি সরকার, এবিএম (বিসিইউপি) মাহাবুবুর রহমান, উপজেলা এ্যাকাউন্টস ম্যানেজার শামীম ইকবাল, ব্রাঞ্চ ম্যানেজার (টিবি) ইউনুস আলী, ব্রাঞ্চ এ্যাকাউন্টস অফিসার সাকুর খান, রাজু আহমেদ, স্বপ্না মজুমদার, প্রোগ্রাম অর্গানাইজার (ওয়াস) রেজাউল করিম, ব্র্যাক টু বেসিক প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার আছাদুল ইসলাম, হযরত আলী সহ ব্র্যাকের অন্যান্য কর্মসুচির কর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে আইনগত সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় জাকির হোসাইন, লায়লা আক্তার যুথি, ইউনুস আলী ও আব্দুর রহমান এ চারজন বিজয়ী হয়।
(4)