পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় দলিল লেখকদের পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবার মান উন্নয়ন বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাব রেজিস্ট্রারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধন করেন, সাব-রেজিস্ট্রার মোহায়মেনুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সোন ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খশরু, দৌলতপুরের সাব রেজিস্ট্রার রায়হাতুল জান্নাত, উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ।
কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল, নামপত্তন ও অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান পদ্ধতি, দলিল লিখন পদ্ধতি, জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব, এর প্রাপ্তির যোগ্যতা, সংশোধন ও স্মার্ট কার্ড সংক্রান্ত বিষয়ক, দলিল রেজিস্ট্রিকরণে সরকারী রাজস্ব আদায় ও অডিট আপত্তি, পাওয়ার অব এ্যাটর্নি আইন-২০১২ ও পাওয়ার অব এ্যাটর্নি বিধিমালা-২০১৫ সংক্রান্ত সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ গাজী বজলুর রহমান, সাধারণ সম্পাদক সুবোধ চক্রবর্তী, সুনীল কুমার রায় ও আক্তার হোসেন সহ সাব-রেজিস্ট্রি অফিসের সনদধারী দলিল লেখকগণ।
(0)