পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভাধীন শিবেরবাটী এলাকার প্রতিপক্ষ দুই ব্যক্তির বিরুদ্ধে বসতবাড়ী নির্মাণ কাজে বাঁধা প্রদান, অভিযোগ দিয়ে হয়রানী ও পৌরসভার মেয়র, প্যানেল মেয়রের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করার অভিযোগ উঠেছে। মিথ্যা অপপ্রচারের অভিযোগে প্রতিপক্ষ শিবেরবাটী গ্রামের মৃত প্রবোধ সানার ছেলে সুজন সানার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। মেয়র সেলিম জাহাঙ্গীর মান হানির ক্ষতিপূরণ স্বরূপ ১ কোটি টাকার এবং প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু ৬০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবী করে ৭ দিনের মধ্যে পরিশোধের সময় বেধে দিয়ে আইনজীবী অজিত কুমার মন্ডলের মাধ্যমে বৃহস্পতিবার ১৩ এপ্রিল লিগ্যাল নোটিশ প্রদান করেছে।
শিবেরবাটী গ্রামের অমল কৃষ্ণ সানার ছেলে ও পৌরসভার হিসাব রক্ষক ভারপ্রাপ্ত মৃণাল কান্তি সানা জানান, আমরা ৩ ভাই আমি মৃণাল কান্তি সানা, মিঠুন কুমার সানা ও লিটন কুমার সানা জন্মসূত্রে শিবেরবাটী মৌজায় পৈত্রিক ৮ শতক জমির উপর দীর্ঘদিন বসবাস করে আসছি। অল্প জায়গায় বসবাস করা কঠিন হয়ে পড়ায় বসতবাড়ীর সাথেই আমরা ৩ ভাইয়ের নামে বিআরএস ৭০ খতিয়ানে ৫৫, ৫৬ ও ৬৬ দাগে ০.২৭৫৫ একর জমি ৩টি কোবলা দলিল মূলে ক্রয় করি। ২৭/০৮/২০২০ তারিখে মৃত কালিপদ সানার ছেলে সুভাষ চন্দ্র সানার নিকট থেকে ১৮৮১/২০ নং দলিলে ০.০৯৪০ একর, ২৭/০১/২০২১ তারিখে জগদীশ সানার ২ ছেলে শিবপদ ও বিশ^জিৎ সানার নিকট থেকে ৪৫২/২১নং দলিলে ০.০৯০৫ একর ও ০১/০৯/২১ তারিখে কালিপদ সানার ছেলে বিকাশ চন্দ্র সানার নিকট থেকে ২৬৪৬/২১নং দলিলে ০.০৯১০ একর জমি ক্রয় করি। যার একটি দলিলে প্রতিপক্ষ সুজন সানা সনাক্তও করেন। ক্রয়ের পর শান্তিপূর্ণভাবে দখল বুঝিয়া নিয়া নালিশী জমি ভরাট করে সেখানে বসত ও গোয়াল ঘর নির্মাণ, পুকুর খনন, গাছ-পালা রোপন ও গবাদিপশু পালন করে আসছি।
গত ৬ মাস আগে ৩ ভাইয়ের জন্য নালিশী জমিতে পাকা বসত-বাড়ী নির্মাণের জন্য নির্মাণ কাজ শুরু করলে প্রতিবেশী প্রতিপক্ষ মৃত প্রবোধ কুমার সানার ছেলে সুজন সানা ও কালিপদ সানার ছেলে গৌতম সানা নির্মাণ কাজে বাঁধা দিতে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রতিপক্ষ সুজন থানা ও পুলিশের ডিআইজি বরাবর মিথ্যা অভিযোগ করে এবং নির্বাহী আদালতে ১৩১নং এমআর মামলা করে। অপরদিকে প্রতিপক্ষ গৌতম ১৬৫ নং আরেকটি এমআর মামলা করে। থানা বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতের দারস্ত হওয়ার পরামর্শ দেয়। পাশাপাশি ডিআইজি’র কাছে করা অভিযোগের বিষয়ে মৃণালদের অনুকূলে প্রতিবেদন প্রদান করা হয়। ১৩১নং মামলা দখল ভিত্তিক স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দিয়ে খারিজ করে দেন বিজ্ঞ আদালত। ১৬৫ নং চলমান মামলার ইউনিয়ন সহকারী ভূমি অফিসার মৃণাল গংদের অনুকূলে প্রতিবেদন দাখিল করে।
এদিকে প্রতিপক্ষ সুজনরা গত ১৯ মার্চ পাইকগাছা পৌরসভার মেয়র ও প্যানেল মেয়রকে জড়িয়ে খুলনায় সংবাদ সম্মেলন করেন। জায়গা জমি সংক্রান্ত এ ব্যাপারে মেয়র, প্যানেল মেয়রের কোন ধরণের সংশ্লিষ্টতা না থাকার পরও সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে জাড়িয়ে বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে অপপ্রচার করা হয়। যার ফলে মেয়র ও প্যানেল মেয়রের চরমভাবে মান হানিকর হয় এমন অভিযোগে প্রতিপক্ষ সুজন সানাকে ১ কোটি ৬০ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন মেয়র ও প্যানেল মেয়র। এ ধরণের হয়রানী ও অপপ্রচার বন্ধে প্রতিপক্ষ দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
(7)