পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার গড়ইখালীতে পাড়া ভিত্তিক বৃষ্টির পানি স্থাপনা হস্তান্তর অনুষ্ঠান সোমবার সকালে ইউনিয়নের ৬৮নং বাসাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জেন্ডার-রেসপন্সিভ কোস্টাল এডাপটেশন (জিসিএ) প্রকল্প কর্তৃক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)’র মাধ্যমে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসাখালী গ্রামে পাড়া ভিত্তিক বৃষ্টির পানির স্থাপনা স্থাপন করা হয়। স্থাপনা দুটি বাসাখালী গ্রামের বাসাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসাখালী পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে।
প্রতিটি স্থাপনার এক লক্ষ পাঁচ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা রয়েছে। যেখানে ৪ ধাপে বৃষ্টির পানি নিরাপদ করা হয়। এই স্থাপনা দুটি হতে ৫০ ও ৫০ করে মোট ১০০ টি পরিবারের সারা বছরের খাবার পানির চাহিদা পূরণ হবে। পাশাপাশি স্কুলের ছাত্র- শিক্ষক ও মসজিদের মুসুল্লিগণ এই স্থাপনা দুটি হতে তাদের খাবার পানি প্রতিষ্ঠান চলাকালীন সময়ে গ্রহণ করতে পারবে। স্থাপনা দুটি পানি ব্যবহারকারী দ্বারা গঠিত পানি ব্যবস্থাপনা কমিটি কর্তৃক পরিচালিত হবে।
ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু’র সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাস্তবায়নকারী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজা আলী, প্রকল্পের উপজেলা ওয়াশ ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুফলভোগী।
(0)