পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় শেখ রাসেল স্মৃতি সংসদ, গড়ইখালী ইউনিয়ন পরিষদ ও সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অগষ্ট) সন্ধ্যায় সরল বাজারস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে স্মৃতি সংসদের সভাপতি ও মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, আওয়ামী লীগনেতা জিএম ইকরামুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এসএম শামছুর রহমান, কাউন্সিলর রাফেজা খানম। বক্তব্য রাখেন, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, মিজানুর রহমান, আব্দুল মজিদ বয়াতী, কেসমত গাজী, নজরুল গোলদার, লুৎফর রহমান, বাবু, টুটুল ও সিরাজুল ইসলাম। অপরদিকে মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান ও সাবেক কৃতি ফুটবলার জিএম আব্দুস সালাম কেরু’র সভাপতিত্বে গড়ইখালী ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার গাজী, সাধারণ সম্পাদক আয়ুব আলী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব জোয়াদ্দার, বাইনবাড়িয়া ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল আহাদ, আওয়ামী লীগনেতা আব্দুস সাত্তার নুন্টে, প্রধান শিক্ষক মধুসুদন মন্ডল, অনুপ কুমার সরকার, অরুময় রায়, শেখর চন্দ্র রায়, অনন্ত কুমার মন্ডল, মাহমুদ হোসেন গাজী, ইউপি সদস্য গাউছুর রহমান সরদার, সরোত চন্দ্র মন্ডল, এসএম আয়ুব আলী, আক্তার হোসেন গাইন, রমেশ চন্দ্র বর্মণ, অচিন্ত সরদার, বিকাশ চন্দ্র মন্ডল, আব্দুল মোমিন, শিউলী পারভীন, যমুনা বৈদ্য, নাছিমা বেগম ও সহকারী সচিব তৈয়েবুর রহমান। অনুষ্ঠানে এলাকার ৩ হাজার মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। অনুরূপভাবে বিকালে চারবান্ধা বাজারে সোলাদানা ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি সরদার মোহসীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী।
বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা আজিজুল হক, পঞ্চানন সানা, আমিনুল ইসলাম, দীলিপ ঢালী, জাহাঙ্গীর গোলদার, সঞ্জয় সরদার, আব্দুস সাত্তার, বিনয় মন্ডল, দাউদ গাজী, বিএম আরেফিন, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, শেখর কুমার ঢালী, আসমা বেগম, নাছিমা বেগম, বিনয় মন্ডল, আবুবক্কর মোল্লা, বিশ^নাথ মন্ডল, ভবেন মন্ডল, আশুতোষ মন্ডল, নেছার ফকির, সবুর সরদার, গোপাল মন্ডল, ক্ষিতিশ মন্ডল, সাগর বিশ^াস, মোমিন ফকির ও হাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে এলাকাবাসীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
(4)